রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুইটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা শেখাতে 'সততা স্টোর' উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১১ মে) সকালে উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে এ সততা স্টোর উদ্বোধন করা হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় "আসুন সততার সাথে চলি, অন্যকে সততার সাথে চলতে সাহায্য করি" এ প্রতিপাদ্যে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহ্ছান, এডভোকেট।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ রেজওয়ান আহমেদ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ, সদস্য লিজা মনি, শিক্ষক মোঃ নূরুজ্জামান ও মোঃ হেমায়েত উল্লাহ, দশম শ্রেণির শিক্ষার্থী রাইদা তাবাসুম ও ফাইছার আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা।
বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।